sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চায় : ড. আলী রীয়াজ


সত্যের পথে | জাতীয় প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ১১:৪৪ পিএম বিএনপি-জামায়াত তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চায় : ড. আলী রীয়াজ

জাতীয় ডেস্ক  : বিএনপি- জামায়াত ত্রয়োদশ সংশোধনীতে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চায় বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, সব রাজনৈতিক দলের কাছে জুলাই সনদের খসড়া দেয়া হয়েছে। সনদ গৃহীত হওয়ার পর সুপারিশগুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আলোচনা হচ্ছে। যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলো তার (জুলাই সনদ) মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।

সত্যেরপথে.কম/এবি

 


 

Side banner