sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

জুলাই শহীদ পরিবার ঢাকায় পাচ্ছে আধুনিক ফ্ল্যাট


সত্যের পথে | জাতীয় প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০১:১৬ পিএম জুলাই শহীদ পরিবার ঢাকায় পাচ্ছে আধুনিক ফ্ল্যাট

জাতীয় ডেস্ক : জুলাই শহীদ পরিবার ঢাকায় পাচ্ছে আধুনিক ফ্ল্যাট। ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারীদের প্রতি সম্মান জানাতে ঢাকায় আধুনিক ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। আহত, কর্মক্ষম ও শহীদ পরিবারের সদস্যরা পাবেন এসব ফ্ল্যাট। দুটি প্রকল্পের আওতায় নির্মিত হবে দুই হাজার ৩৬৪টি ফ্ল্যাট, ব্যয় হবে দুই হাজার ১০৬ কোটি টাকা।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এরই মধ্যে প্রকল্প দুটির প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। চলতি (জুলাই) মাসেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি প্রকল্পেরই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।

নিহত, আহত ও কর্মক্ষম পরিবারকে আধুনিক ফ্ল্যাট দেওয়া হবে। প্রতিটি ফ্ল্যাট হবে আধুনিক। প্রতিটি ফ্ল্যাট নিহত পরিবারের ওয়ারিশ পাবে। অন্যদিকে আহতরা নিজেদের নামে ফ্ল্যাট পাবেন।জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দিতে প্রকল্প নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মোট ৮০৪টি ফ্ল্যাট তৈরিতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৭৬২ কোটি টাকা। সরকারের কোষাগার থেকে এ ব্যয় করা হবে। মিরপুর হাউজিং এস্টেটের ১৪ নম্বর সেকশনে মিরপুর পুলিশ লাইন্স সংলগ্ন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচ একর জমি আছে। ষাটের দশকে অধিগ্রহণ করা এ জমি। প্রতিটি ফ্ল্যাট হবে ১৩৫৫ বর্গফুট আয়তনের।

গত ৭ জুলাই পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় প্রকল্পটি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন, চলতি (জুলাই) মাসেই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় দুটি প্রকল্পই চূড়ান্ত অনুমোদন পাবে। 

সত্যেরপথে.কম/সংগৃহীত

Side banner