sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

 পাঁচবিবির বিএনপি আহত ও নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা প্রকাশ


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৪:৫৯ পিএম  পাঁচবিবির বিএনপি আহত ও নিহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা প্রকাশ

আকতার হোসেন বকুল :গতকাল দুপুরে ঢাকা উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবন ও চত্বরে অনাকাঙ্ক্ষিত ভাবে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা কবলিত হয়। বিমান দুর্ঘটনায় ওই প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী নিহত ও আহত হয়। এসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাতে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করে দেশের প্রতিটি সরকারী বেসরকারী সহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত প্রজ্ঞাপন জারি করা হয়।

এরই ধারাবাহিকতায় কোমল মতি এসব শিশু শিক্ষার্থীদের আত্মার স্মরণে শান্তি ও মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি  উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পৌর বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক পৌর বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাফিউল ইসলাম রকি ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি সহ অনেকেই।
বিকাল ৪ ঘটিকায় আহতদের সুস্থতা ও নিহত শিক্ষার্থীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানায় উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম। উক্ত অনুষ্ঠানে সকল ইউনিটের দলীয় নেতাকর্মীরা যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানান তিনি।

সত্যেরপথে.কম/এবি
 

Side banner