“নিঃশব্দ সংসার” অদিতি রায়
“নিঃশব্দ সংসার”
অদিতি রায়
রোজ সকালে আমি বানাই দু’কাপ চা— একটা নিজের জন্য,আরেকটা তোমার।
তুমি জানো না, তোমার কাপটাও কেমন ঠান্ডা হয়ে যায়— আমার মতো!
তবুও রেখে দিই প্রতিদিন, ভেবেই রাখি— কোনো একদিন ফিরে এসে চুমুক দেবে ওই কাপটায়।
আমার এই সংসারে নেই কোনো পাসপোর্ট, নেই কোনো স্বীকৃতি।