sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

আক্কেলপুরে পিতা-পুত্র যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ০৮:৪৪ পিএম আক্কেলপুরে পিতা-পুত্র যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই

আতিউর রাব্বী তিয়াস : পিতা-পুত্র পরিচয়ে যাত্রী বেশে ব্যাটারিচালিত ভ্যান ভাড়া নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে চালকের পিঠে ছুরিকাঘাত ও বেধড়ক মারধর করে ভ্যান নিয়ে পালিয়েছে দুজন। গুরুত্বর আহত ভ্যানচালককে সড়কের পাশ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ। গতকাল বুধবার রাত এগারোটার দিকে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আক্কেলপুর উপজেলার মাতাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত ব্যাটারিচালিত ভ্যানচালকের নাম নুর আলম (৪৫)। সে আক্কেলপুর পৌরশহরের পশ্চিম আমুট্ট মহল্লার মৃত আব্দুস ছাত্তারের ছেলে। বর্তমানে নুর আলম আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিষয়ে নুর আলম বলেন, গতকাল বুধবার রাত দশটার পর আক্কেলপুর রেলস্টেশনে যাত্রীর জন্য অপেক্ষা করছিলাম। রাত ১১ টার পর একটি ট্রেন যাওয়ার পর পিতা-পুত্র পরিচয়ে দুই জন যাত্রী আমার কাছে আসেন। তারা প্রথমে আমাকে জয়পুরহাট যাব কি না তা জিজ্ঞাসা করে। পরে তারা জামালগঞ্জ বাজারে যাওয়ার কথা বলেন। আমি জামালগঞ্জ যাওয়ার জন্য রাজি হয়ে দেড়শ ভাড়া চাই। তারা আমাকে একশ টাকা ভাড়া দিতে চান। এতে রাজি হয়ে তাদের দুজনকে ভ্যানে তুলে নিয়ে যাচ্ছিলাম। শহরের কিছু দুরে ভাল্কী ব্রিজ অতিক্রম করার পর তাদের একজন ইচ্ছাকৃতভাবে গেঞ্জি সড়কে ফেলে দিয়ে আমাকে ভ্যান থামাতে বলেন। এতে আমার তাদের প্রতি সন্দেহ হয়। তখন ভ্যানের গতি একটু বাড়ি দিয়ে লোকালয়ে যাওয়ার চেষ্টা করি। তখন পিছন দিক থেকে আমার পিঠে পরপর তিনবার ছুরিকাঘাত করেন। আমি ভ্যান থেকে পড়ে যাই। তারা আমাকে প্রচন্ড মারধর করে ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ভ্যানটিই আমার উপার্জনের একমাত্র অবলম্বন। এখন সংসার চালাব কেমনে?। নুর আলমের স্ত্রী মেনু বেগম বলেন, আমাদের দিন-আনা, দিনে খাওয়া সংসার। এখন আমার স্বামীও গুরুত্বর অসুস্থ আবার তার ভ্যানও নেই। এখন সংসার চলবে কিভাবে। উপার্জনের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি ছিনতাই হওয়ায় নুর আলম ও তার পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়েছেন। আক্কেলপুর থানার পরির্দশক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আহত ব্যাটারিচালিত ভ্যানচালককে উদ্ধার করেছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এঘটনায় এখনো থানায় কোন মামলা হয়নি।

সত্যেরপথে.কম/এবি

Side banner