আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের খাশবাট্টা গ্রামে জাকস ফাউন্ডেশনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষক মিনহাজের বাড়ির সামনে জাকসের সহযোগিতায় ও পিকেএসএফের অর্থায়নে আধুনিক পদ্ধতিতে বিভিন্ন জাতের সবজি চাষ প্রদর্শনীর উপর সভাটি অনুষ্ঠিত হয়।
সবজি চাষ পরিদর্শন শেষে সভায় উপস্থিত কৃষান-কৃষাণীর সঙ্গে মতবিনিময় করেন বিদেশি দাতা সংস্থার মিঃ থিয়েরি মাহিউক্স মিশনের টেকনিক্যাল লিডার, মিসেস সিনোরা চাকমা সামাজিক অন্তর্ভুক্তি বিশেষজ্ঞ, মিঃ পল ভিলারোয়েল, ইফাদ সংস্থার শার্লট থামসার, মেরিয়েল জিমারম্যান, পিকেএসএফের উপ-মহাব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, উপ-মহাব্যবস্থাপক, জাকস ফাউন্ডেশনের উপ- নির্বাহী পরিচালক মোঃ আবুল বাশার, উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ ওবায়দুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপক ডাঃ জহর আলী ও ভ্যালু চেইন প্রজেক্ট ম্যানেজার মোঃ মেহেদুল হাসান সহ এলাকার শতাধিক নারী-পুরুষ কৃষক।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :