প্রধান সংবাদ : নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী গ্রামে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরীর সমাধিতে গতকাল ২৩ জুলাই ২০২৫, বুধবার পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন নীলফামারী জেলার পুলিশ সুপার এ এফ এম তারিক হোসেন খান। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিঃস্বার্থ ভালোবাসা, অপরিসীম সাহসিকতা আর দায়িত্ববোধের প্রতীক শিক্ষিকা মেহরীন চৌধুরী নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিঃসংকোচে যেভাবে এগিয়ে এসেছেন, তা কেবল দৃষ্টান্তই নয় মানবিকতার এক দৃপ্ত উচ্চারণ। তাঁর এ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
সত্যেরপথে.কম/সংগৃহীত
আপনার মতামত লিখুন :