sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

 বগুড়ায় ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ


সত্যের পথে | প্রধান সংবাদ প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৫:২০ পিএম  বগুড়ায় ছয় দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধান সংবাদ : শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার-এর পদত্যাগসহ ছয় দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে বগুড়া ক্রাস এন্ড কনফেশন এর ব্যানারে শিক্ষার্থীরা শহরের সাতমাথায় বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বসে পড়েন।বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত ও নিহত শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা আজকের মধ্যেই প্রকাশ করতে হবে। তাদের অভিযোগ, দুর্ঘটনা সম্পর্কে শিক্ষার্থীদের অজ্ঞাত রেখে রাত ৩টার সময় শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার স্থগিতাদেশ জারি করেছে। যা চরম দায়িত্বহীনতার পরিচায়ক। এ ঘটনায় শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করেন তারা।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে- প্রত্যেকটি লাশের সঠিক হিসাব প্রকাশ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ, বিমান বাহিনীতে সংস্কার, অনুপযুক্ত এয়ারক্রাফট দিয়ে প্রশিক্ষণ বন্ধ, গভীর রাতে পরীক্ষা স্থগিতের মতো অব্যবস্থাপনার প্রতিবাদ ও শিক্ষাব্যবস্থায় পেশাদারিত্ব নিশ্চিত করা এবং পাঁচ ঘণ্টার মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা। এছাড়াও তারা নিহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান। সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ বিভিন্ন শ্লোগান দেন। 

সত্যেরপথে.কম/এবি

Side banner