আবাদি জমির পাশের সড়কেই ড্রাগনের দোকান
আকতার হোসেন বকুল : আবাদি জমির পাশের সড়কেই ড্রাগনের দোকান জয়পুরহাট-হিলি স্থলবন্দর যাতায়াতে পাঁচবিবির কোকতাড়ায় পাকা রাস্তার পাশে বাগানের টাটকা স্বতেজ ড্রাগন বিক্রয় করা হচ্ছে। দোকানের ড্রাগনগুলো টাটকা সতেজ দেখে রাস্তায় চলাচল বিভিন্ন যানবাহনের চালক যাত্রীরা দাঁড়িয়ে কিনছেন।বাজারের তুলনায় দাম কম হওয়ায় অনেকেই পরিবারের সদস্যদের জন্য বেশি পরিমাণেও কিনছেন।
শিহাব নামের বগুড়া শেরপুরের