জাতীয় ডেস্ক :মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় গণতান্ত্রিক বাম ঐক্য তাৎক্ষণিক শোকবার্তা রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের সামনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ২০ জনের মৃত্যুতে গণতান্ত্রিক বাম ঐক্য তাৎক্ষণিক শোকসভা করেন। জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)'র সভাপতি কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে জোটের অস্থায়ী কার্যলয়ে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সা, সম্পাদক কমরেড খান মোঃ নুরে আলম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সা, সম্পাদক কমরেড ডাঃ সামছুল আলম কেন্দ্রীয় নেতা কমরেড আমরুল হক প্রামানিক সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)'র মহাসচিব হারুন আল রশিদ খান, ভাইস চেয়ারম্যান আবদুল বারী, যুগ্ম মহাসচিব মোঃ আমানতউল্লা আমান, সাংগঠনিক সম্পাদক রেজা খান। সভার শুরুতে মৃতদের স্মরণে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় শোকের পাশাপাশি আহতদের সুচিকিৎসার জন্য দ্রুত সরকারি ব্যবস্থাপনায় সবধরনের সর্বোচ্চ ব্যবস্থা করার দাবি জানানো হয়।
গণতান্ত্রিক বাম ঐক্য আরো দাবী করে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করে দ্রুত সময়ের ভিতর দুর্ঘটনার সঠিক তথ্য জনসম্মুখে প্রকাশ করতে হবে। কারো বা কোন সংস্থার গাফিলতিতে এতো বড় ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে থাকলে যত শক্তিশালী হোক তাদের শাস্তির আওতায় আনতে হবে। অতীতের নেয় কোন কিছু ধামাচাপা দেওয়ার পরিণাম কারো জন্য ভালো হবে না।
পরিশেষে নিহত ও আহত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা, আহতদের দ্রুত আরোগ্য কামনা।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :