sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

ক্ষেতলালে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে কৃষক নিহত


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:৪৭ পিএম ক্ষেতলালে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে কৃষক নিহত

আবু হাসান, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে স্পৃষ্ট হয়ে জসিম (২৫) নামে এক কৃষি শ্রমিক নিহত। নিহত দিনমজুর জসিম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার  দক্ষিণ সাম্স মধ্যপাড়া  গ্রামের আনিজুল ইসলামের ছেলে। 

২৪ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলার আলমপুর ইউনিয়নের সুলতানপুর ও সহলাপাড়া গ্রামে এঘটনা ঘটে। শ্রমিক সরদার আব্দুল মালেক বলেন, ৪-৫ জনের একটি দল এ এলাকায় কাজ করতে আসি। আজ সকালে সোহলাপাড়া গ্রামের সুজাউলের জমিতে কাজ করতে যাই। এমন সময় আকাশে কালো মেঘ দেখে বৃষ্টির ভয়ে যে যার মত চলে আসি। জসিম সামনে একটি গাছের নিচে দাঁড়ালে বজ্রপাতে সে নিহত হয়৷  

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল জানান, “আজ সকাল  বজ্রপাতে একজন কৃষি শ্রমিক নিহতের খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সত্যেরপথে.কম/এবি

 

Side banner