sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

আক্কেলপুর হাসপাতালে শূন্য চিকিৎসক পূরণের দাবিতে মানববন্ধন


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৮:৩৯ পিএম আক্কেলপুর হাসপাতালে শূন্য চিকিৎসক পূরণের দাবিতে মানববন্ধন

সত্যেরপথে ডেস্ক : আক্কেলপুর স্বাস্থ্যকমপ্লেক্সে সেবার মান বৃদ্ধি ও শূন্য চিকিৎসক পুরণের দাবিতে মানববন্ধ জয়পুরহাটের আক্কেলপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও নিম্নমানের স্বাস্থ্যসেবার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে আক্কেলপুরবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌরসভার সাবেক কাউন্সিলর- রফিকুল ইসলাম চপল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন, থানা ছাত্রদল শাখার সদস্য সচিব তানভির নিয়াজ, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাফিজ নেওয়াজ রমিম, কমিউনিষ্ট পার্টির থানা সাধারণ সম্পাদক- আবু হাসান সরদার,পৌর জামাতের সেক্রেটারি রিপন হোসেন, ছাত্র প্রতিনিধি ইব্রাহিম সম্রাট, রবিউল ইসলামসহ স্থানীয় সামাজিক সংস্কৃতিক ও সাংবাদিকবৃন্দ। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। এমনকি অধিকাংশ সময় চিকিৎসা নিতে গিয়ে রোগীদের যেতে হয় জয়পুরহাট কিংবা বগুড়ায়। রোগীদের সাথে দায়িত্বে থাকা সেবিকারাও প্রতিনিয়ত খারাপ আচারণ করে থাকেন।

মানববন্ধনে বক্তাগণ বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। অথচ উপজেলা পর্যায়ের এই গুরুত্বপূর্ণ হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করেছে। এতে করে জনগণের ভোগান্তি চরমে পৌঁছেছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে চিকিৎসক সংকট নিরসন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার দাবি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্রে জানা গেছে, ২৬ জন চিকিৎসকের বিপরীতে ৪জন চিকিৎসক কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্য দপ্তরে চিঠি পাঠিয়েও কোন সমাধান পাওয়া যায়নি। সর্বশেষ গতকালও চিকিৎসক চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। প্রতিদিন গড়ে ৪'শ থেকে ৫'শ জন রোগী এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিতে আসেন। 

উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. শফি মাহমুদ    চিকিৎসক সংকটের বিষয়টি নিশ্চিত করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে উদ্ধতন কর্মকর্তাদের নিকট সমস্যা নিরসনে চিঠিও প্রদান করেছেন বলে  তিনি জানান।

Side banner