sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

কালাইয়ে দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মৃত্যু


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ০৯:৩৯ পিএম কালাইয়ে দুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মৃত্যু

কালাই প্রতিনিধি : জয়পুরহাটের কালাইয়ে তালুকদার অটোরাইচ মিলের তুষের ভাপারে অসাবধানতাবসত পা পিছলে পড়ে গিয়ে আতিকুর রহমান নাসিম (১৯) নামে এক আলিম শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার দুপুরে দিকে কালাই পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকায় তালুকদার অটোরাইচ মিলে এ ঘটনা ঘটে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

নিহত আতিকুর রহমান নাসিম জয়পুরহাট সদর উপজেলার গুয়াবাড়ি গ্রামের  হজবর আলীর ছেলে। সে সদরের কড়ই নুরুল হুদা আলিয়া মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার এস আই তোফায়েল হাসান।

(ওসি) জাহিদ হাসান জানান, নিহত আতিকুর রহমান নাসিম চলতি আলিম পরিক্ষার্থী। পরিবারে আর্থিক অনটনের জন্য সে কালাই পৌরশহরের তালুকদার অটোরাইচ মিলে শ্রমিকের কাজ করতেন। সে এই কাজের ফাঁকে লেখাপড়াও করে আসছেন। চলতি আলিম পরীক্ষায় অংশগ্রহন করে পরীক্ষাও দিচ্ছেন। আজ বুধবার পরীক্ষা না থাকায় সকাল থেকেই সে অটোরাইচ মিলে অন্যান্য শ্রমিকের সাথে কাজ করছিলেন।

দুপুরের দিকে লোড়ার সিড়ি বয়ে উপরে ওঠে তুষের ভাপারের গেট খুলতে গিয়ে অসাবধানতাবসত পা পিছলে ভিতরে পড়ে যায়। এসময় অন্যান্য শ্রমিকরা ভাপারের টিনের চং কেটে তাকে বের করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সত্যেরপথে.কম/এবি

Side banner