sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

আক্কেলপুরে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৬:০৩ পিএম আক্কেলপুরে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আতিউর রাব্বী তিয়াস :জয়পুরহাটের আক্কেলপুরে তিলকপুর  আদর্শ বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম,দুর্নীতি স্বে”ছাচারিতা,অর্থ আত্নসাতসহ বিভিন্ন অভিযোগের বিচার চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।গতকাল সাডে ৫ টার সময় তিলকপুরবাসীর ব্যানারে স্থানীয় শহীদ রিয়াদ মুক্তমঞ্চে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ববক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন হোসেন, স্থানীয় ব্যবসায়ী রিতু হোসেন,অভিভাবক রাজেস,ব্যবসায়ী মাহবুব আহমেদ,ছাত্রনেতা সজিব হোসেন,নাইম হোসেন,রিপন হোসেনসহ ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন,প্রশাসনের প্রতি আমরা অনুরোধ করছি তিলকপুর আদর্শ বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর ইসলাম সুইট দুর্নীতিবাজ শিক্ষককে আগামী ২৪ ঘন্টার মধ্যে অপসারন করতে হবে। না হলে তিলকপুরবাসী বৃহত্তর আন্দোলন গডে তুলবে।

তিলকপুর আদর্শ বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুর ইসলাম সুইট বলেন,বিদ্যালয়ের নিয়ম অনুসারে প্রশংসাপত্রের টাকা নিয়েছি। আজ যারা অমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা অমার কাছ থেকে চাঁদা চেয়েছিল। চাঁদার টাকা না দেওয়ায় ও পূর্ব শত্রুতা জেড়ে আমার বিরুদ্ধে তারা অপপ্রচার করছে।
সত্যেরপথে.কম/এবি

 

Side banner