sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

কালাইয়ে আব্বাস আলীর ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৯:০৬ এএম কালাইয়ে আব্বাস আলীর ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে

কালাই প্রতিনিধি : কালাইয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগে আব্বাস আলী জয়পুরহাট, ৩০ জুন ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাট-২ আসনে মনোনয়ন প্রত্যাশী ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্বাস আলী সোমবার বিকেলে কালাই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন।

বিকেল ৪টায় কালাইয়ের মোলামগাড়ি বাজার থেকে গণসংযোগ শুরু করে তিনি পাঁচগ্রাম ও পুনট বাজার হয়ে কালাই বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পথচারী ও বাজারের দোকানিদের মাঝে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় আব্বাস আলী বলেন, এই ৩১ দফা জনগণের মুক্তির রূপরেখা। আমরা মাঠে নেমেছি জনতার পক্ষে, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। তিনি আর বলেন, আমি বিএনপির ত্যাগী নেতা কর্মিদের সাথে সব সময় ছিলাম এবং আগামীতেও থাকবো।

সত্যেরপথে.কম/এবি

 

Side banner