আতিউর রাব্বী তিয়াস : জয়পুরহাটের আক্কেলপুরে বাস-ট্রেন দূঘর্টনায় নিহতদের স্মরনে স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে। শুক্রবার (১১জুলাই) সকাল ১০ টার সময় আক্কেলপুর পৌর এলাকার পশ্চিম আমুট্র রেলগেটে আক্কেলপুরবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আরমান হোসেন কানন,আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী,শিক্ষার্থী পরিবারের সভাপতি ইব্রাহিম হোসেন,থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেরিন হোসেন,শহীদ পরিবারের সদস্য হামিদ খান জনিসহ স্থানীয় ছাত্রনেতৃবৃন্দ।
জানা গেছে,আজ ১১ জুলাই ভয়াল ট্রেন ট্র্যাজেডির ১৯ বছর পূর্ণ হলো। ২০০৬ সালের ১১ জুলাই সকালে আমুট্র অরক্ষিত রেলগেট অত্ক্রিম করছিল খেয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সয়ৈদপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্্রপ্রেস ট্রেনটি বাসেটিকে ধাক্কা দিলে এক নিমিষেই চ’র্ণ-বিছ’র্ণ হয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ২৭ জন। পরবর্তীতে আরো ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় নিহত হন। সেইবাস-ট্রেন দূঘর্টনায় নিহতদের স্মরনে স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপনের দাবীতে মানববন্ধন পালিত হয়েছে।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :