sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

বদলগাছীতে তিন ট্রাকের মুখমুখি সংঘর্ষ ট্রাক খাদে


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ১৪, ২০২৫, ০৬:৩০ পিএম বদলগাছীতে তিন ট্রাকের মুখমুখি সংঘর্ষ  ট্রাক খাদে

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার : আক্কেলপুর পাঁকা সড়কের বিঞপুর নামক স্থানে তিন ট্রাকের মুখমুখি সংঘর্ষে আম বোঝায় ট্রাক খাদে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে জানা গেছে। ১৪/৭/২০২৫ ইং তারিখ আনুমানিক সকাল ১১টায় ঢাকা মেট্রো ট-১২৩০০১ নং একটি আম বোঝায় ট্রাক সাপাহার থেকে বদলগাছী হয়ে আক্কেলপুর মুখি আসার সময় উক্ত স্থানে পোঁছুলে আক্কেলপুর থেকে বদলগাছী মুখি ঢাকা মেট্রো ট ২০-৯৪৯০ নং একটি ট্রাক আম বোঝায় ট্রাটকে মুখমুখি ধাক্কা দিলে আম বোঝায় ট্রাকটি সড়কের উত্তর সাইডে গেলে, আক্কেপুর থেকে বদলগাছী মুখি ঢাকা মেট্রোন -১৯-৬৬০৪ নং অপর একটি ট্রাক আম বোঝায় ট্রাকটিকে মুখমুখি সজোরে ধাক্কা দিলে আম বোঝায় ট্রাকটি সড়কের উত্তরে খাদে পড়ে যায়।অপর দুটি ট্রাক বিধ্বস্ত অবস্থায় সড়কে দাঁড়ায়ে যায়।আমবোঝায় ট্রাকের চালক মোঃ শরিফ উদ্দিন (৩৬) আহত হয়ে বদলগাছী হাসপাতালে চিকিসাধীন রয়েছে বলে আম বোঝায় ট্রাকের শ্রমিকরা জানায়।

সত্যেরপথে.কম/এবি

Side banner