আতিউর রাব্বী তিয়াস : জয়পুরহাটের আক্কেলপুরে গণিপুর দাখিল মাদরাসার একজনও শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা যায়। এ বিষয়টি নিয়ে ছাত্র/ছাত্রীর অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গুণিপুর মাদরাসা সূত্রে জানা গেছে, এবার দাখিল পরিক্ষায় মোট ২৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিলো। ফলাফল প্রকাশের পর দেখা যায় সবাই ফেল করেছে। কেউ পাস করতে পারেনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের দাখিল পরীক্ষায় উপজেলার ১০টি মাদরাসার মোট ২৭৪ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছিল। এর মধ্যে ৮২ জন পাস করেছে। আর সবাই ফেল করেছে।
মাদরাসার সুপার বলেন, আমাদের মাদ্রাসায় সকল পিরিক্ষার্থী ফেল করেছে এমন ফলাফল কোন বছর হয়নি। এটা একটি অবিশ্বাস্য ব্যাপার । এ বছর ফলাফল এমন কেন হলো বুঝতে পারছি না। বিষয় টি খতিয়ে দেখা হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, গণিপুর দাখিল মাদরাসায় কেউ পাস করতে পারেনি। এ বিষয় টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুরুল আলম বলেন, গণিপুর দাখিল মাদ্রাসার কেউ পাস করতে পারেনি। এটা দুঃখজনক। সুপার ও পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে আলোচনা করে বিষয়টি খতিয়ে দেখা হবে।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :