আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ধরঞ্জী ইউনিয়নের কৃতি শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সমাজসেবকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়ন পরিষদ হলরুমে ডাঃ বয়েন সরকার স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ইউনিয়নের বেশ ক'জন গরীব ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থী সমাজসেবক ও অসহায়দের মাঝে ক্রেস্ট সম্মাননা স্মারক ও অর্থ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ গোলাম মর্তুজা, ডাঃ বয়েন সরকারের কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট মোঃ মাফিজুল সরকার (এপিপি), পরিষদের সদস্য মোঃ আমজাদ হোসেন, মোঃ জয়নুল হোসেন, শ্রী অমল চন্দ্র ও মোঃ লাইজুর রহমান সহ অনেকেই।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :