sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ৮, ২০২৫, ০৮:৪৭ পিএম জয়পুরহাটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শামীম কাদির : জয়পুরহাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার বিকেলে সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হল, জয়পুরহাট সদর উপজেলার সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের হারুনুর রশিদ হারুজের ছেলে আবির হোসেন (৬) ও একই গ্রামের হাবিবের মেয়ে হুমাইরা আক্তার (৭)।

স্থানীয়রা জানায়, সগুনাচড়া দক্ষিণ দিওর গ্রামের ওই দুই শিশু দুপুরে খেলার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর ওই গ্রামের একটি পুকুর পাড়ে খেলার এক পর্যায়ে পুকুরের পানিতে পরে ডুবে যায়। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নাজমুল কাদের বলেন, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে বলে খবর পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সত্যেরপথে.কম/এবি

 

Side banner