sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

আজ আনিসুল হক আইন মন্ত্রী গ্রেপ্তার


সত্যের পথে | প্রধান সংবাদ প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ১০:৩৮ পিএম আজ আনিসুল হক আইন মন্ত্রী গ্রেপ্তার

প্রধান সংবাদ : আজ মঙ্গলবার-১৩ আগস্ট, আইনমন্ত্রীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।মাইনুল হাসান আরও জানান, আনিসুল হককে নিউমার্কেট থানার একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন।একজন ছাত্র এবং একজন হকার।এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়েছে।এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়াতে তার মন্ত্রিসভার সদস্যরা আত্মগোপনে রয়েছেন।নেতারাও আত্মগোপনে।কেউ কেউ দেশ ছেড়েছেন বলে খবর আসে।এর মধ্যে আনিসুল হক গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

সত্যেরপথে.কম/সংগৃহীত

Side banner