ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ কর্তৃক এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ গেটের সামনে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এই সময় আবু জর গিফারীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি মোঃ সহিদুল ইসলাম দবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক দুলু, আবু রায়হান, মিঠু হাসান প্রমুখ। সাংবাদিক গণ তাঁদের বক্তব্যে আসাদুজ্জামান তুহিন, সাগর-রুনী সহ অতীতে যত সাংবাদিক কে হত্যা, নির্যাতন করা হয়েছে সেসব হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। যে সকল সাংবাদিকদের নামে মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহারের দাবী জানান এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংম্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকবৃন্দ।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :