ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী উপজেলায় ১৪৩১ বঙ্গাব্দের হাট বাজারের ইজারালব্ধ নীট আয়ের ১০%,১৫% অর্থের বিপরীতে হাট বাজার উন্নয়ন প্রকল্প অনুমোদনসহ অর্থবরাদ্দ না দেওয়ায় উন্নয়ন বন্ধ রাখার অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। বদলগাছীতে কোলা ইউনিয়নে কোলা হাট ও ভান্ডারপুর হাট, বদলগাছী সদর ইউয়িনে বদলগাছী ও ভুবণ হাট, ইউনিয়নের বদলগাছী ও ভুবন হাট ,মথুরাপুর ইউনিয়নে গোবরচাঁপা হাট ও জাবারীপুর হাট,
পাহাড়পুর ইউনিয়নে পাহাড়পুর হাট ও বামনপাড়া হাট, মিঠাপুর ইউনিয়নে মিঠাপুর ও খাদাইল হাট, ইউনিয়নের মিঠাপুর হাট ও খাদাইল হাট
বিলাশবাড়ী ইউনিয়নে শ্রীরামপর এবং দ্বিপগঞ্জ হাট ও পারসোমবাড়ী হাট, আধাইপুর ইউনিয়নে বৈক›ঠপুর হাট ও শুরকালী হাট, বালুভরা ইউনিয়নে বালুভরা ইউপির বালুভরাহাট এবং চাদপুরহাট ( কোমারপুর) মোট ১৭টি বড়- ছোট হাট রয়েছে। ৫ নং কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিনুর ইসলাম (স্বপন), বিলাশবাড়ী ইউনিয়ন বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর ইসলাম (কেটু), মথুরাপুর ইউনিয় পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পিআইও উপস্থিত না থাকায় সচিব মোঃ মেহবাব সাঈদ রাফি, মিঠাপুর ইউনিয়ন পরিষদ মিঠাপুর ইউপি চেয়ারম্যান উপস্থিত না থাকায় সচিব মোঃ নাহিদ ইসলাম দ্বয় জানান। উপজেলা প্রশাসন কর্তৃক প্রকল্প অনুমোদনসহ অর্থ বরাদ্দ না দেওয়ায় ১৪৩১ বঙ্গাব্দের হাট বাজার উন্নয়ন প্রকল্প বঙ্গাব্দের প্রকল্প সমূহের উন্নয় কাজ করা সম্ভব হয়নি। উন্নয়ন প্রকল্প সমূহের কাজ করতে না পাড়ায় জনভোগান্তি হচ্ছে কি না এমন প্রশ্ন তাদেক করলে তারা লন ভোগান্তি
কিছুটা হচ্ছে বৈইকি।বলেন ভোগান্তি কিছুটা হচ্ছে বৈইকি। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জানান (সনি) র সঙ্গে মোবাইল ফোনে কথা বললে বিভিন্ন কারণে প্রকল্প সমূহের সহ অর্থ বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি বলে অর্থ বরাদ্দ দেওয়া হয়নি বলে জানান। এছাড়াও তিনি বলেন ১৪৩১ বঙ্গাব্দের প্রকল্প সমূহ ১৪৩২ বঙ্গাব্দের প্রকল্প সমূহের সাথে বাস্তবায়ন করা হবে।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :