sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

পাঁচবিবিতে পাওনা টাকা চাওয়ায় মারধর


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০৭:৪৯ পিএম পাঁচবিবিতে পাওনা টাকা চাওয়ায় মারধর

আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবিতে পাওনা টাকার চুক্তিপত্র ফেরৎ চাওয়ায় ইউপি সদস্য মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।শুক্রবার দুপুরের উপজেলার বাগজানা ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের খাইরুল হোসেনের স্ত্রী বাবলী বেগম এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ বছর পূর্বে আমার পিতা ইউপি সদস্য আতাউল ইসলামের সামনে দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মোফাজ্জল হোসেনকে ৬ লক্ষ ৮৬ হাজার টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদনের মাধ্যমে ধার দেন এবং ইউপি সদস্য স্ট্যাম্পটি নিজের কাছে রেখে দেন। বছর পার হলেও টাকা ফেরত না দেওয়াই ইউপি সদস্যর নিকট স্ট্যাম্প চাইলে তিনি কালক্ষেপন করে।

গত ১৪ আগস্ট আবারো স্ট্যাম্পটি ফেরৎ চাইলে আতাউল মেম্বার সন্ধ্যায় চেচড়া বাজারে বাবুর চায়ের দোকানে আসতে বলেন। বাবলী বলেন, পরিবারের ৪/৫ জন গেলে  মোফাজ্জলের ছেলের বিরুদ্ধে আদালতের নারী ও শিশু নির্যাতন মামলা তুলে নিতে বলে মেম্বার। মামলা তুলতে রাজী না হওয়াই আতাউল বেধরক মারধর করে ও মহিলাদের শ্লীলতাহানি করে। মামলা তুলে না নিলে প্রাণ নাশের হুমকি প্রদান করে বলেও জানান বাবলী। ন্যায় বিচারের আশায় সংবাদ সম্মেলনের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বাবলীর পরিবার।

এ ব্যাপারে ইউপি সদস্য আতাউল ইসলাম বলেন, আমি কাউকে মারধর করিনি বরং তারাই আমাকে অপমান করেছে।

সত্যেরপথে.কম/এবি
 

Side banner