sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

ক্ষেতলালে এমপি প্রার্থী আব্বাস আলীর পক্ষে বিএনপির গণ সংযোগ


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৮:৩৬ পিএম ক্ষেতলালে এমপি প্রার্থী আব্বাস আলীর পক্ষে বিএনপির গণ সংযোগ

ক্ষেতলাল প্রতিনিধি : আজ ১১ আগষ্ট -২০২৫, ক্ষেতলাল, জয়পুরহাট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জয়পুরহাট -২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো আব্বাস আলীর সার্বিক দিকনির্দেশনায় ক্ষেতলাল উপজেলার বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, ক্ষেতলাল পৌরসভার সাবেক বিএনপি নেতা আলোম চৌধুরী, জয়পুরহাট জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি ডিএম জাকির, জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা মস্ত, ক্ষেতলাল উপজেলার যুবনেতা আদর, রিক্সা ভ্যান অটো শ্রমিকদের সভাপতি আহসান হাবীব হাসান, মামুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক বাইজিদ মন্ডল, মামুদপুর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, বিএনপি নেতা ফজলুর রহমান, বিএনপি নেতা ইয়াসিন আলী, যুবদল নেতা আব্দুর রহিম, মামুদপুর বিএল উচ্চ বিদ্যালয়ে সহ-কারী শিক্ষক আবু কাহার মাস্টার, সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম, কৃষকদলের নেতা কাওসার মন্ডল, সিয়াম মন্ডল,আতাউর রহমান, আব্দুল্লাহ সহ প্রায় শতাধিক বিএনপির নেতা কর্মীরা ও সাধারণ জনগণকে সাথে নিয়ে বিকাল ৫ টায় ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়নের মাটিহাস,বউ বাজার,পাচখুপীর মোড়,মাটিহাস, বড়াইল বোর্ডের ঘর,সমাজকল্যাণ মোড়,শিমুলতলী বাজার, ভাসিলা চারমাথা সহ বিভিন্ন জায়গায়, দোকানে দোকানে গণসংযোগ ও লিফটের বিতরণ করেন, সেই সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়। খালেদা জিয়ার ছালাম নিন ধানের শীষে ভোট দিন। তারেক রহমানের ছালাম নিন ধানের শীষে ভোট দিন। আব্বাস আলীর ছালাম নিন ধানের শীষে ভোট দিন। 

সত্যেরপথে.কম/এবি

Side banner