sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

বদলগাছীতে ১৪ হাজার ৪৮৫ হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্য মাত্রা 


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুলাই ৩১, ২০২৫, ১০:০০ পিএম বদলগাছীতে ১৪ হাজার ৪৮৫ হেক্টর জমিতে আমন ধান রোপনের লক্ষ্য মাত্রা 

ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নে ১৪ হাজার ৪৮৫ হেক্টর জমিতে চলতি মৌসুমে আমন ধানের চাষাবাদের লক্ষ্য মাত্রার মধ্যে জুলই,৩০ তারিখ মধ্যে জুলাই, ৩০ তারিখ পর্যন্ত ৫ হাজার ৮৩০ হেক্টর (৪০%) জমিতে আমন ধানরোপন করা হয়েছে বলে কৃষি অফিসার সাবাবফারহানের ভাষ্যে জানা গেছে। ঝাড়ঘরিয়া গ্রামের কৃষক মোঃ আনোয়ার হোসেন, শ্রী অনিল চন্দ্র মন্ডলসহ কতিপয় কৃষকরা বলেন অতি বৃষ্টির জন্য নিচু জমিতে পানি বেশী হওয়ায় আমন ধান রোপনে বিলম্ব হচ্ছে।

সত্যেরপথে.কম/এবি

Side banner