sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৩ জুন, ২০২৪, ৯ আষাঢ় ১৪৩১

শুভেচ্ছা


সত্যের পথে | কামরুজ্জামান কবির প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২২, ০১:২৭ এএম শুভেচ্ছা

। কামরুজ্জামান কবির ।

 

। শুভেচ্ছা ।

 

 

আবার ফিরে এসেছে কাশের বন

শরতের আকাশ, হেমন্তের নবান্ন

আরেকবার মুখোমুখী জ্যোছনা-বৃষ্টির,

এই তো কিছু মুহুর্ত পার হলো

নতুন বসন্ত এলো প্রকৃতিতে

তোমার সবকিছুই যেন ধরা দেয় নতুন করে,

নতুন ভালোলাগায়, নতুন ভালোবাসায়

তোমার প্রতিটি হাসিতে জ্যোছনা হারায় সব আলো

চমকিত করে গ্যালাক্সি, ছায়াপথো

তোমার চোখের ওঠানামা প্রতিদিনই কাঁপিয়ে দেয় ব্রহ্মাণ্ড, নক্ষত্ররাজি

বাতাসে দোলখাওয়া তোমার চুলের দোলা

ম্লান করে দেয় নায়াগ্রা ফলসের ঝরেপড়া ছন্দের গতি

তোমার নিঃশ্বাসের ছোঁয়া থামিয়ে দেয় বসন্ত-বাতাস

বৃষ্টিভেজা কদম ফুল ঝরে পড়ে তোমার খোঁপায়

তোমার পায়ের স্পর্শ নিতে এগিয়ে আসে দূরের পথ

তোমার যাকিছুই নতুন

তার সবই যেন ভেজা গোলাপের নতুন কুড়ি―

মেলে ধরে তোমার বসন্ত অপার্থিব মুগ্ধতায়

কী ভাবছো? তোমাকে শুভেচ্ছা জানাতে জেগে আছি?

না মোটেই না,

তোমাকে শুভেচ্ছা জানাতে জানাতে

কখন পেরিয়ে গেছে শুভেচ্ছা জানানোর সময় বুঝতেই পারিনি!

---

২৯ অক্টোবর ২০২২, মতিঝিল, ঢাকা।

 

 

Side banner