sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

আক্কেলপুরে আরিফ এর প্রচেষ্টায় চিলাহাটি ট্রেনের যাত্রা বিরতি


সত্যের পথে | জেলা সংবাদ : প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৭:২৪ পিএম আক্কেলপুরে আরিফ এর প্রচেষ্টায় চিলাহাটি ট্রেনের যাত্রা বিরতি

ইউসুব আলী : নুরুন্নবী আরিফের প্রচেষ্টা ও এলাকাবাসীর দাবিতে আক্কেলপুরে চিলাহাটি ট্রেনের যাত্রা বিরতি।

তিনি শুধু নামে নন-বাস্তবেই একজন নিবেদিত প্রাণ সাংবাদিক সরদার নুরুন্নবী আরিফ, “সত্যের পথে” পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের সমস্যার কথা তুলে ধরছেন এবং সমাধানের জন্য নিরলসভাবে কাজ করছেন। প্রয়াত বাবলু চেয়ারম্যানের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো এগিয়ে নিতে তিনি যে ভূমিকা রেখেছেন, তাঁকে মানুষের চোখে বাস্তবের নায়ক বানিয়েছে। তাঁর ধারাবাহিক প্রচেষ্টা ও সংগ্রামের ফলেই গতকাল পহেলা ডিসেম্বর-২০২৫ থেকে জয়পুরহাটের আক্কেলপুর ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশনে আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটির যাত্রা বিরতি নিশ্চিত হয়েছে। এ সিদ্ধান্তে এলাকাবাসীর বহুদিনের আশা পূরণ হবে এবং হাজারো মানুষ সরাসরি উপকৃত হবেন।

এই বিষয়ে স্থানীয় উপকারভোগীরা বলেন, ভালো কাজের জন্য দোয়া আলাদা করে করতে হয় না - মন থেকেই তা বেরিয়ে আসে। তার জন্য দোয়া রইল, যেন তিনি ভবিষ্যতেও মানুষের কল্যাণে আরও বড় ভূমিকা রাখতে পারেন।

চিলাহাটি ট্রেনটি যাত্রা বিরতি হওয়ার বিষয়ে, সত্যেরপথে পত্রিকার সম্পাদক ও প্রকাশ এবং যাত্রা বিরতির উদ্যোগক্তা সরদার নুরুন্নবী বলেন, এটা শুধু আমার একার প্রচেষ্টায় হয়নি। এই বিষয়ে  প্রধান ভূমিকা রেখেছেন। আমাকে নিয়ে বার বার রেলপথ উপদেষ্টা ও সচিব মহোদয়ের কার্যালয়ে স্ব-শরীরে উপস্থিত হয়ে আক্কেলপুর স্টেশনে  চিলাহাটি ট্রেনটির যাত্রা বিরতিতে অসামান্য প্রচেষ্টা ও সহযোগিতা করেছেন তিনি হলেন, বর্তমান সময়ের বাংলাদেশের সনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব গণসংহতি আন্দোলনের প্রধান সম্বনয়কারী- জোনায়েদ সাকী। এ ছারাও তিনি আরও বলেন, ট্রেনটি যাত্রা বিরতির আবেদনটি বার বার সংশোধন ও পরামর্শ  প্রদান করেছেন , স্থানীয় সরকার বিশেষজ্ঞ বেঁচে থাকাকালীন ড. তোফায়েল আহমেদ স্যার। 

সরদার নুরুন্নবী আরিফ আরও জানান, চিলাহাটি ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রা বিরতির জন্য তিনি ঢাকা রেলপথ মন্ত্রণালয়, রেলপথ পশ্চিম জিএম রাজশাহী, পাকশী ডিবিশনে গত ছয় মাস ব্যাপী বহুবার উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করে মতামত প্রতিবেদনটি আক্কেলপুর বাসীর পক্ষে করে নিয়েছেন। এই বিষয়ে জনপ্রশাসনের যুগ্ম সচিব জনাব আবুল কালাম আজাদ স্যারও বিভিন্ন রেলওয়ে কর্মকর্তার সাথে কথা বলে অনুরোধ জানিয়েছেন। নুরুন্নবী আরিফ আরও বলেন, আন্তনগর চিলাহাটি ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রা বিরতি চেয়ে  আমাদের গণমাধম্য সত্যেরপথে পত্রিকার অফিসিয়াল প্যাডে  গত ৫ মে-২০২৫ এ রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের নিকট আবেদন করা হয়েছিলো। তাঁর প্রেক্ষিতে যাচায় বাচায়অন্তে- গত পহেলা ডিসেম্বরে চিলাহাটি ট্রেনটি আক্কেলপুর স্টেশনে যাত্রা বিরতি বাস্তবায়িত হয়েছে এবং এই মর্মে রেলপথ মন্ত্রণালয় হতে-৫৪.০০.০০০০.০০০.০৪১.১৮.০০০৩.২৫.১৭১ নং স্বারকে সিনিয়র সহকারী সচিব রেলপথ মন্ত্রণালয় ঢাকা- দিপন দেবনাথ কর্তৃক স্বাক্ষরিত একটি অফিসিয়াল  চিঠি  আমরা পেয়েছি।

উদ্যোগক্তা নুরুন্নবী আরিফ আরও জানান, ট্রেনের বিষয়ে আমি  যবার রেলপথ মন্ত্রণালয়ে গিয়েছি  ঠিক তবারই আক্কেলপুরের কৃতি সন্তান জাতীয় প্রেস ক্লাবের অন্যতম সিনিয়র সদস্য- আইনী ইলিয়াস (সাংবাদিক) কাকাকে সাথে নিয়ে যাওয়া হয়েছিলো। উনারও এই বিষয়ে সার্বিক সহযোগিতা ও অবদান রয়েছে।

এ ছারাও আন্তনগর ট্রেনগুলোর যাত্রা বিরতির দাবি জানিয়ে- বিএনবি নেতা সেকিন্দার চৌধুরী, তরিকুল ইসলাম তুহিন, কামরুজ্জামান মিলন, সাবেক কাউন্সিলর, আব্দুর রউফ, রফিকুল ইসলাম, শিক্ষাবীদ- খাইরুল চৌধুরী রুবেল, জাতীয় পার্টির সাবেক নেতা- মাসুদ চৌধুরী, কাননসহ উল্লেখিত নেতাদের নেতৃত্বে একের অধিক আক্কেলপুর স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফলে এলাকাবাসীর দাবি ও বলিষ্ঠভাবে উদ্যোগ ও প্রক্রিয়ার মধ্যে দিয়ে আজ আক্কেলপুর স্টেশনে চিলাহাটি ট্রেনটির যাত্রা বিরতি সম্ভব হয়েছে।

তিনি বলেন, বাকী ট্রেনগুলোরও যাত্রা বিরতির জন্য প্রচেষ্টা ও উদ্যোগ গ্রহনের কাজ অব্যাহত আছে বা থাকবে।

সত্যেরপথে.কম/এবি

Side banner