শামীম কাদির : জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলামসহ অনেকে।
র্যালিতে অংশগ্রহণকারীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগান দেন।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :