আন্তজার্তিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিতে মিসরকে চাপ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু এতে রাজি হয়নি কায়রো। শুক্রবার প্রকাশিত প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়াকে রকেট সরবরাহ না করতে কায়রোকে রাজি করাতে পারলেও কিয়েভকে সামরিক সহায়তা প্রদানে রাজি করাতে পারেনি যুক্তরাষ্ট্র।মার্কিন এবং মিসরীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। গত মার্চ মাসে মিশরের প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকের সময় এই অনুরোধ জানান মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন।চলতি বছরের শুরুতে মস্কোতে অস্ত্র না পাঠানোর জন্য মিসরীয় সরকারকে বোঝানোর পর, ওয়াশিংটন আফ্রিকান দেশটিকে এর পরিবর্তে ইউক্রেনে আর্টিলারি শেল, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, এয়ার-ডিফেন্স সিস্টেম এবং ছোট অস্ত্র পাঠাতে বলে।
যদিও কায়রো স্পষ্টভাবে লয়েড অস্টিনের মার্চ মাসে করা অনুরোধ প্রত্যাখ্যান করেনি, তবে মিসরীয় কর্মকর্তারা ব্যক্তিগতভাবে জানিয়েছেন, কিয়েভকে অস্ত্র দিতে প্রস্তুত নয় কায়রো।ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, দৃশ্যত মিসরের এই বার্তা ওয়াশিংটনের কাছে পৌঁছায়নি। এজন্য পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে কিয়েভের কাছে মিসর অস্ত্র পাঠাবে এবং এ ব্যাপারে ওয়াশিংটন আশাবাদী।রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিরপেক্ষ থাকার পাশাপাশি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছে কায়রো।
সত্যেরপথে.কম/সংগৃহীত
আপনার মতামত লিখুন :