আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি মাসের ন্যায় মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে মাসিক সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের জানমালের নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আপনারা যে দ্বায়িত্বে আছেন নিজ অবস্থান থেকে যথাযথ দায়িত্ব সেসব পালন করবেন। উপজেলা থেকে মাদক বাল্যবিবাহ ও ক্যাসিনো সহ সবধরনের অপকর্ম নির্মুলে আমাদেরকে একসাথে কাজ করতে হবে বলেও সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন সভার সভাপতি মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন থানার তদন্ত কর্মকর্তা মোঃ ইমায়েদুর আজাদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রোস্তম আলী, ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাজমুল হক ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :