sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

বেগম জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া


সত্যের পথে | জেলা সংবাদ : প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৪:৪৯ পিএম বেগম জিয়ার সুস্থতা কামনায় জয়পুরহাটে দোয়া

শামীম কাদির : বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাট জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে এই দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করীম, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন। জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান। 
 
এ ছাড়া জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম মর্ত্তুজা শিপলু, কার্যকারী সভাপতি আবু তাহের (তাঁরা) সাধারণ সম্পাদক আব্দুল মতিন, অর্থ সম্পাদক রাহাত হোসেন জনিসহ নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় শেষে বিশেষ দোয়া করা হয়।

সত্যেরপথে.কম/এবি
 

 

Side banner