sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২

পাঁচবিবিতে পুষ্টি বিষয়ক কর্মশালা


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫, ০৭:১৭ পিএম পাঁচবিবিতে পুষ্টি বিষয়ক কর্মশালা

আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্টি বিষয়ক কর্মশালা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভায় তারুণ্যের উৎসব-২৫ উদযাপনে কর্মশালায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুরুন জান্নাত, সমাজ সেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দাঃ) মোঃ তোফাজ্জল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বক্কার সিদ্দিক, থানার এসআই সিরাজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী/শিক্ষকগণ।

সত্যেরপথে.কম/এবি

Side banner