sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে ছাত্রদলের পক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ০৪:৪২ পিএম জয়পুরহাটে ছাত্রদলের পক্ষে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ

আবু রায়হান : সারাদেশের মতো জয়পুরহাটেও শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। জেলায় এবার ৯ হাজার ৩৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।এদিন ৬ শতাধিক পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শহর ছাত্রদলের আহবায়ক গোলাম মাহফুজ শুভ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে তিনি এসব উপকরণ বিতরণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জয়পুরহাট সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাইম ইসলাম, ছাত্রদল নেতা কনক, জুয়েল, হাবিব, আলী, আরিফ, সুইট, সাকিব, মোস্তাফিজ, ফারদিন, আসিফ, উৎসব, মাহিম প্রমুখ।

ছাত্রদল নেতা গোলাম মাহফুজ শুভ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পরীক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য তাদের শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

সত্যেরপথে.কম/এবি

Side banner