স্বাস্থ্য ডেস্ক : ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা) আরও চারজনের মৃত্যু হয়েছে। এতে এ বছর এখন পর্যন্ত মশাবাহিত জ্বরটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৩ জনে। এছাড়া, গত একদিনে নতুন করে আরও এক হাজার ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল বিভাগে মারা গেছেন দুইজন। পাশাপাশি এই সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও রাজশাহী বিভাগে একজন করে মোট দুইজন মারা গেছেন। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১৮৬ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২১, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ৫৬ জন করে মোট ১১২ জন, রংপুর বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে রবিবার পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট ২৬৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১২৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৩৯ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০ জন, খুলনা বিভাগে আটজন, ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গুতে মারা গেছেন।
সত্যেরপথে.কম/সংগৃহীত
আপনার মতামত লিখুন :