sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

জয়পুরহাটে ঘন কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে পরিবহন


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৫, ১১:৩২ পিএম জয়পুরহাটে ঘন কুয়াশায় দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলছে পরিবহন

শামীম কাদির : মাঘের তীব্র শীতে আবারও স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। মঙ্গলবার সকাল থেকে বাতাসের সঙ্গে হাড়কাপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। ঘন কুয়াশার সাথে পশ্চিমা বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের প্রকোপ। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। তবুও জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। 

মঙ্গলবার সকাল থেকে বুধবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষেরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে। বদলগাছী আবাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার জয়পুরহাটসহ পাশ^বর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। আগেরদিনের তুলনায় তাপমাত্রা আজ একটু বেশী হলেও কুয়াশা বেশী। তাইতো কুয়াশা পড়ছে হালকা বৃষ্টির মত। এর সাথে শীত বাড়তে পারে।

সদর উপজেলার ইকরগারা গ্রামের মোজাহিদ বলেন, তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে গেছে। হাত-পা কুঁকড়ি লেগে কাজ করছে না। কিন্তু আমাদের তো করার কিছু নেই। জীবিকার তাগিদে বের হতেই হবে।জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাস চালক বায়েজিদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার থেকে এখন পর্যন্ত ঘনকুয়াশা। সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে বাস চালাতে হচ্ছে। যাত্রীও কম। এ অবস্থা চলতে থাকলে হয়তো বাস চলাচল বন্ধ রাখতে হবে।  

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিনে হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। এছাড়া সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। 

জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শীত বাড়ায় শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

সত্যেরপথে.কম/এবি

Side banner