sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

খালেদা জিয়া পূর্বের চেয়ে অনেকটা ভালো : ব্যক্তিগত চিকিৎসক


সত্যের পথে | জাতীয় প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৫, ১১:৪৬ পিএম খালেদা জিয়া পূর্বের চেয়ে অনেকটা ভালো : ব্যক্তিগত চিকিৎসক

জাতীয় ডেস্ক : খালেদা জিয়া পূর্বের চেয়ে অনেকটা ভালো। বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন বলেছেন, ‌বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। আগামী কয়েক দিনের মধ্যে তাঁর পরীক্ষানিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসাপদ্ধতি ঠিক করা হবে।

লন্ডন থেকে আজ সোমবার রাতে সংবাদমাধ্যমকে এসব কথা বলেন তিনি। ডা. মোহাম্মদ আল মামুন বলেন, ‌‘বেগম খালেদা জিয়ার অনেকগুলো পরীক্ষা করা হয়েছে। শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটি ছিল। সোমবার প্রথম কর্মদিবসে আরও কিছু পরীক্ষার পর চিকিৎসকরা বসে বিএনপির চেয়ারপারসনের চিকিৎসা পদ্ধতি ঠিক করবেন।

সত্যেরপথে.কম/এবি

Side banner