sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ধর্ষণের পর হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৪, ১০:১৩ পিএম ধর্ষণের পর হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

শামীম কাদির : জয়পুরহাটে এক কলেজছাত্রীকে ধর্ষণের পর হত্যার মামলায় দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেকের ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। সোমবার দুপুর দুইটার দিকে জয়পুরহাট জেলা ও দায়রা জজ ও নারী, শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় দেন। নিহত ওই ছাত্রী জয়পুরহাট সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের শঙ্কর মহন্তের ছেলে রনি মহন্ত ও আয়মাপাড়ার খোরশেদ মন্ডলের ছেলে কামিনী জাহিদ।মামলার বিবরণে জানা গেছে, ২০২২ সালের ৬ মে রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামের ওই ছাত্রীর বাড়িতে পরিবারের লোকজন ছিলনা। সেই সুযোগে আসামীরা বাড়ির দেয়াল টপকিয়ে তার ঘরে প্রবেশ করে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।

এসময় সে বাধা দিলে আসামিরা তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে পালিয়ে যায়। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেন। এ মামলার স্বাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এ রায় দেন।
 

সত্যেরপথে.কম/এবি

Side banner