sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রুপা ও তার স্মামী শাকিল আটক


সত্যের পথে | জাতীয় প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৪:৩৪ পিএম একাত্তর টিভির সাংবাদিক ফারজানা রুপা ও তার স্মামী শাকিল আটক

জাতীয় ডেস্ক : একাত্তর টেলিভিশনের চাকরি থেকে অব্যাহতি পাওয়া বার্তা প্রধান শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক এবং উপস্থাপক ফারজানা রুপাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।

আজ বুধবার (২১ আগষ্ট) দুজনকেই আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা যায়।

শাকিল ও ফারজানা স্বামী ও স্ত্রী।বিমানবন্দর সূত্র জানা যায়, আজ সকালে টার্কিশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যান শাকিল ও ফারজানা।তাঁরা একাধিক গোয়েন্দা সংস্থা ও ইমিগ্রেশন কর্তৃপক্ষের অনুমতিও পান।এ সময় ডিবির একটি দল বিমানবন্দর গিয়ে জানায়, শাকিল ও ফারজানা দম্পতির বিরুদ্ধে রাজধানীর একটি থানায় মামলা আছে।এ মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পরে শাকিল ও ফারজানা দম্পতিকে নিয়ে যায় ডিবি।এ সময় সঙ্গে তাঁদের মেয়ে ছিল।

শাকিল ফারজানাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।ডিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

সত্যেরপথে.কম/এবি

 

Side banner