sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

‘তোমার পরের প্রজন্মকে অমানুষ হতে শিখিও না’  


সত্যের পথে | কালচিত্র ডেস্ক প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০৫:১৩ পিএম ‘তোমার পরের প্রজন্মকে অমানুষ হতে শিখিও না’  

স্বামী নিখিলের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থেকে যশকে নিয়ে প্রেমের সংবাদের শিরোনামে আসেন টালিউডের নায়িকা নুসরাত। যার সূত্রপাত হয় রাজস্থানে ঘুরতে যাওয়ার ভিডিও প্রকাশ থেকে। এরপর অভিনেত্রীর মা হওয়ার খবর প্রকাশ্যে আসে। যা নিয়ে শুরু নতুন বিতর্ক। সেই বিতর্কের তোপে পড়েছেন যশ। কারণ জানা যায় নুসরাতের সঙ্গে একই ফ্ল্যাটে ছয় মাস ধরে থাকছেন অভিনেতা। অন্যদিকে নিখিলও জানিয়ে দিয়েছেন, নুসরাতের সন্তান তার নয়।

এ কথা অনঃস্বীকার্য নুসরত চর্চার অংশ হলেও নুসরতের মতো ট্রোলের শিকার তাঁকে হতে হয়নি এখনও। তার ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বাক্স দেখলেই তা স্পষ্ট। তাকে ভালবাসা জানাতে, তার একটি পাল্টা মন্তব্য পেতে, তার এক ঝলক দেখতে মুখিয়ে থাকেন নেটাগরিকরা। তবে টলিপাড়ার গুজবের প্রভাব এ বার ধীরে ধীরে তাঁর উপরেও পড়ছে। বৃহস্পতিবার বিকেলে একটি ছবি দিয়েছিলেন যশ। নীল রঙের জামা পরে দাঁড়িয়ে আছেন অভিনেতা। সঙ্গে লেখা, ‘নীলের বিভিন্ন রূপ দিয়ে আমার মনের অবস্থাগুলি চিহ্নিত করব।’

সেই ছবির নিচে অসংখ্য প্রেমের নিবেদনের মধ্যে একজন সমালোচনা করলেন অভিনেতাকে নিয়ে। যেখানে লেখা,  ‘তুমি অনেকের অনুপ্রেরণা ছিলে। তাই বলছি, অন্য কাউকে এ রকম শিক্ষা দিও না যে তারাও অন্য কারও জীবন নরকে পরিণত করে। অন্তত তোমার পরের প্রজন্মকে অমানুষ হতে শিখিও না। এতটুকুই অনুরোধ ছিল।’

Side banner