ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেনকে নওগাঁ সদর থান পুলিশ এবং বদলগাছী থানা পুলিশ যোর্থ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নওগাঁ নিয়ে জান বলে জানা গেছে। ২৬/০৬/২০২৫ ইং তারিখ আনুমানিক ১১ টা ৪৫ মিনিটে দিকে নওগাঁ সদর ও বদলগাছী থানা পুলিশ বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চারদিকে অবস্থান নেয়।
পুলিশের অবস্থান টের পেয়ে চেয়ারম্যান তার অফিস থেকে বেরিয়ে পূর্ব উত্তরে বাঁধের নিকট আনুমানিক ১২ টায় পৌঁছুলে পুলিশ তাকে গ্রেতার করে
নওগাঁ নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে প্রকাশ। বদলগাছী থানার ওসি তদন্ত মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে নওগাঁ সদর থানার ওসির সঙ্গে যোগাযোগ করার জন্য এই প্রতিনিধিকে পরামর্শ দেন।
এবিষয়ে নওগাঁ সদর থানার ওসি মোঃ নুরে আলম সিদ্দিকীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেনকে বিস্ফোরক আইনে মামলায় গ্রেফতার করা হয়েছে।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :