sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আক্কেলপুরে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ১১:১৯ এএম আক্কেলপুরে ট্রাকের চাপায় ভ্যান চালক নিহত

মিনার হেোসেন : আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি। জয়পুরহাটের
আক্কেলপুরে ট্রাকের সাথে ভ্যানের মুখোমুখি সংর্ঘষে
ভ্যান চালক নিহত।গত মঙ্গলবার সকালে আক্কেলপুর উপজেলার
গুডুম্বা গ্রামের মৃত মকবুলের ছেলে ভ্যান চালক আব্দুর
রশিদ (৫০) কাচাঁ মরিচ নিয়ে উপজেলার তিলকপুর বাজারে
বিক্রির জন্য যাওয়ার পথে জাফরপুর মোড়ে সামনের দিক
থেকে আসা ট্রাকের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্য
হয় ।স্থানীয়রা জানান দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি
পালিয়ে যায় ।

মরদেহটি পরিবারের লোকজন নিয়ে আসে। আক্কেলপুর থানার দায়িত্ব প্রাপ্ত (ওসি তদন্ত) মোমিনুল হকজানান দুর্ঘটনার বিষয়ে আমি কিছু জানিনা।
আমাকে কেহ জানায়নি।

সত্যেরপথে.কম/এবি

 

Side banner