sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জয়পুরহাটে ঢাকাগামী বাসে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রী


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ১৪, ২০২৫, ০৯:৪৯ এএম জয়পুরহাটে ঢাকাগামী বাসে অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রী

শামীম কাদির : জয়পুরহাট থেকে ঢাকাগামী বাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। গত বুধবার (১১ জুন) রাতে জয়পুরহাট-বগুড়া সড়কে জেলার ক্ষেতলাল ও কালাই উপজেলায় পৃথক চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আলম এন্টারপ্রাইজ, সেলফি এন্টারপ্রাইজ, এসআর প্লাস, শাহ ফতেহ আলী পরিবহন, মেঘা এন্টারপ্রাইজ, নাদের এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ এবং আহাদ এন্টারপ্রাইজ এই পরিবহনগুলোর যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান সেনা সদস্যরা।

তাৎক্ষণিকভাবে বাস কর্তৃপক্ষের কাছ থেকে আদায়কৃত মোট ৫৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করে ১৮২ জন যাত্রীর মধ্যে তা ফেরত দেওয়া হয় জয়পুরহাট সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন তৌফিক-ই-এলাহী বলেন, যাত্রীদের স্বার্থে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সত্যেরপথে.কম/এবি


 

Side banner