sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মাদক প্রতিরোধে সীমান্তে বিজিবি


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ২৬, ২০২৫, ১১:৪৬ এএম মাদক প্রতিরোধে সীমান্তে বিজিবি

আকতার হোসেন বকুল : আমরা মাদক সেবন করব না অন্যকে মাদক সেবন করতে দিব না। আমরা মাদক ব্যবসা করব না অন্য কেউ মাদক ব্যবসা করতে দিব না। আমরা মাদক সেবনকারি ও মাদক কারবারিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিব। জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীনে আটাপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত বাসীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এমন পরামর্শ মূলক বক্তব্য দেন।

বুধবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেট সীমান্ত এলাকায় মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সীমান্ত এলাকায় বসবাসকারীদের উদ্দেশ্যে এমন বক্তব্য রাখেন। আটাপাড়া বিজিবি ক্যাম্প কমান্ডার মোঃ শাহজাহান হোসেন ও নায়েক শুক্কুর আলী বক্তব্য রাখেন। কমান্ডার শাহজাহান বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও দেশের শত্রু এবং অশান্তি সৃষ্টি করে।

এইজন্য মাদক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।

সত্যেরপথে.কম/এবি

Side banner