sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আক্কেলপুরে বৃদ্ধ হত্যার আসামি আটক


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৯:৫৩ এএম আক্কেলপুরে বৃদ্ধ হত্যার আসামি আটক

শামীম কাদির : জয়পুরহাটের আক্কেলপুরে বৃদ্ধ অজের আলী হত্যার প্রায় দুই মাস পর মূল আসামি জাহিদুল দেওয়ানকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। গত মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময়ে র‌্যাব সদস্যরা তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার রায়কালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আজ বুধবার (১১ জুন) দুপুরে র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।  

গ্রেফতারকৃত বৃদ্ধ হত্যার মূল আসামি জাহিদুল দেওয়ান (৪৫) উপজেলার আবাদপুর গ্রামের মৃত মহির দেওয়ানের ছেলে। তিনি হত্যার পর থেকে পলাতক ছিলেন। নিহত বৃদ্ধ অজের আলী একই গ্রামের মৃত ফজের আলীর ছেলে। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা আসামিকে থানায় সোপর্দের বিষয় নিশ্চিত করেছেন। তাকে জেল-হাজতেও পাঠানো হয়েছে। 

সত্যেরপথে.কম/এবি

Side banner