আকতার হোসেন বকুল : জয়পুরহাটের পাঁচবিবিতে অটোমেটেড ভুমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উপজেলার বালিঘাটা ইউনিয়ন ভূমি অফিস চত্বরে আনুষ্ঠানিক ভাবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অটোমেশন সিস্টেম ভুমি সেবা প্রকল্প পরিচালক মোহাম্মদ ইফতেখার হোসেন। এসময় ক্যাম্পে সেবা নিতে আসা উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জমির সকল তথ্য আপনার হাতের মোবাইলেই জানতে পারবেন।
এজন্য সরকার অটোমেটেড ভুমি সেবা প্রকল্পের মাধ্যমে কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা সিদ্দিকা তাওহিদা, জেলা গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু ও বালিঘাটা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ জাহানুর ইসলাম।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :