sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ক্ষেতলালে নারী ফুটবলারকে উত্ত্যক্তের অভিযোগ, এক তরুণ আটক


সত্যের পথে প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৩, ১১:০৯ পিএম ক্ষেতলালে নারী ফুটবলারকে উত্ত্যক্তের অভিযোগ, এক তরুণ আটক

ক্ষেতলাল প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলালে নারী ফুটবলারকে উত্ত্যক্তের অভিযোগে নাজমুল মোল্লা (২০) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে ক্ষেতলাল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার নাজমুল মোল্লা ক্ষেতলাল উপজেলার খলিশাগাড়ী গ্রামের রেজাউল ইসলামের ছেলে। 

মামলা সূত্রে জানা যায়, ওই নারী ফুটবলারকে নাজমুল মোল্লা ৫-৭ দিন আগে থেকে ক্ষেতলাল কলেজে আসার পথে বিভিন্ন অশ্লীল কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত করছিলেন। বৃহস্পতিবার সকালে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে আসেন ওই নারী ফুটবলার। এরপর সেখানে নাজমুল মোল্লা তাকে উদ্দেশ্যে করে অশ্লীল কথাবার্তা বলেন। প্রতিবাদ করায় নাজমুল তাকে শারীরিকভাবেও হেনস্থা করেন।

এ সময় ভুক্তভোগী চিৎকার দিলে নাজমুল দৌড়ে পালিয়ে যান।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, উপজেলা অনূর্ধ্ব ১৭ নারী ফুটবল দলের কোচকে উত্ত্যক্তের ঘটনায় মামলা হয়েছে।

পুলিশ রাতেই আসামিকে ক্ষেতলাল বাজার থেকে গ্রেফতার করেছে। শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সত্যেরপথে.কম

Side banner