সত্যেরপথে ডেস্ক : আক্কেলপুরে ৩১ দফা বাস্তবায়নে গোলাম মোস্তফার নেতৃত্বে বিএনপির গণ মিছিল।
বৃহস্পতিবার (১৯-জুন) জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলা চত্ত্বর থেকে বিকাল সারে ৪ টায় সাবেক সাংসদ ইন্জিনিয়ার গোলাম মোস্তফার নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও গণ মিছিল আরম্ভ হয়। উক্ত গণ মিছিলটি আক্কেলপুর পৌর সদরের প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করেন। এস সময় উপস্থিত ছিলেন, আক্কেলপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আব্দুল ওয়াহেদ আলী প্রাং, বিএনপি নেতা- জুলফিকার আলী শ্যামল, বিএনপি নেতা অ্যাঃ হারুনুর রশিদ হারুন, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক- হুমায়ন কবীর রানা, বিএনপি নেতা- মাহবুব আলমসহ বিএনপির বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মিবৃন্দ।
এ সময় জানা যায়, বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য- ইন্জিনিয়ার গোলাম মোস্তফা আবারও বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপি সংকটকালীন সময়ে তিনি এমপি ছিলেন, ঐ সময় থেকে গত ১৭ বছর বিভিন্ন নির্যাতন সহ্য করে সাবেক এমপি- গোলাম মোস্তফা একখো পর্যন্ত মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে।
সত্যেরপথে.কম/এবি
আপনার মতামত লিখুন :