sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু


সত্যের পথে | জেলা সংবাদ প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ১২:২৪ পিএম মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তির মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় হোসাইন আলী নামে এক অফিস সহকরীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ভালকী ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। 

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হোসাইন আলী আক্কেলপুর উপজেলার বাসিন্দা। তিনি উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকরী ছিলেন।

(ওসি) মাসুদ রানা জানান, উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের মাতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাব-ক্লাস্টার প্রশিক্ষণ চলছিল। হোসাইন আলী দুপুরে দাপ্তরিক কাজে সেখানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

সত্যেরপথে.কম/এবি 


 

Side banner