sotterpathe
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রমিকের পাওনা পরিশোধ না করলে মালিকের জেল


সত্যের পথে | প্রধান সংবাদ প্রকাশিত: মে ২১, ২০২৫, ০৪:৪২ পিএম শ্রমিকের পাওনা পরিশোধ না করলে মালিকের জেল

প্রধান সংবাদ : ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওয়া পরিশোধের জন্য আগামী ২৮ মে পর্যন্ত মালিকদের সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সময়ের মধ্যে শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহণ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে শৃঙ্খলা ও নিরাপদ যাত্রার প্রস্তুতিমূলক সভা করেন উপদেষ্টা। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ঈদ সামনে রেখে শ্রমিকের পাওনা ২৮ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করতে বলেছি। শ্রমিকদের বেতন না দেওয়ায় পাঁচ মালিকের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা হয়েছে। আরও অনেকের বিরুদ্ধে মামলা হবে। হয় পাওনা শোধ করতে হবে, অন্যথায় জেলে যেতে হবে।

ঈদে নৌপথের নিরাপত্তায় লঞ্চে অস্ত্রধারী চারজন করে আনসার থাকবে, বাল্কহেড ঈদের আগে ও পরে তিনদিন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

সত্যেরপথে.কম/এবি


 

Side banner